নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহর বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
প্রথম নিউ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আমান উল্লাহ আমান (২৫) নামের পোশাক কারখানার এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় দিকে পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহর বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি মাসদাইর পাকাপুল এলাকার একটি পোশাক কারখানার কর্মী এবং একই এলাকার আবদুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয়রা জানান, রাতে রক্তাক্ত অবস্থায় আমানকে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েক ব্যক্তি তাকে একটি ফার্মেসিতে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর আমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: