নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

জুনায়েদ একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এসএম ইদ্রিসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রথম নিউজ,  সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জুনায়েদ হাসান আল-আমীন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

জুনায়েদ একই এলাকার সাইফুল মঞ্জিলের ভাড়াটিয়া এসএম ইদ্রিসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিপল্লী এলাকার ইসমাইল করিমের মালিকাধীন ১০ তলা ভবনের ৮ তলা থেকে পড়ে জুনায়েদের মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে।