নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে মোজাম্বিকে ব্যাপক সহিংসতা, নিহত ২১

নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে মোজাম্বিকে ব্যাপক সহিংসতা, নিহত ২১

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় মোজাম্বিকে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ক্ষমতাসীন ফ্রিলিমো পার্টিকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করায় সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 

এতে বলা হয়, আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সরকার বিরোধীরা। এতে গত ২৪ ঘণ্টায় দুই পুলিশ সদস্যসহ মোট ২১ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। 

এর আগে ৯ অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করা হয় ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় থাকা ফ্রিলিমো পার্টিকে। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ওই ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে দেশটির সর্বোচ্চ আদালতও ফ্রিলিমো পার্টিকে জয়ী ঘোষণা করে। সোমবার আদালতের ফলাফল ঘোষণার এই সহিংসতা আরও বেড়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোয়াল রোন্ডা এক সংবাদ সম্মেলনে বলেছেন, দেশজুড়ে এ পর্যন্ত ২৩৬টি গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সশস্ত্র একটি দল পুলিশ স্টেশন, কারাগার এবং অন্যান্য সরকারি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

দেশটির নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের ফলেই এই সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা বলছেন সহিংসতার জন্য নির্বাচনে ব্যাপক কারচুপিই দায়ী। অন্যদিকে প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি।