নির্বাচনের সাত মাস পর দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

এ সময় ২টি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনের সাত মাস পর দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পরাজিত ও বিজয়ী দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় ২টি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে স্থানীয় বাবর আলী মাতুব্বর (৫৮) ও আলম মোল্লার (৪২) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি (মেম্বার) সদস্য পদে নির্বাচন করেন আলম ও বাবর আলী। নির্বাচনে বাবর আলীকে হারিয়ে ইউপি সদস্য নির্বাচিত হন আলম মোল্লা। এরপর থেকে দুই পক্ষের বিরোধ তীব্র আকার ধারণ করে।

দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনায় বাবর আলীকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় বাবর আলী পলাতক ছিলেন। ঈদে বাবর আলী এলাকায় ফিরে এলে এ খবরটি পুলিশের কাছে পৌঁছে দেন ইউপি সদস্য আলম মোল্লা। ওই ঘটনার জের ধরে বুধবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের লোকজন ঢাল, শরকী, কাতরা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে মনসুরাবাদ বাজারের ইউপি সদস্য আলম মোল্লার সমর্থক মাজহারুলের ফলের দোকান এবং শহর আলী মোল্লার বিকাশ এজেন্টের দোকান ভাঙচুর করে প্রতিপক্ষ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, গুরুতর আহত শহীদ মাতুব্বর (৩৮) ও মো. রাসেলকে (৩৫) প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৯ জনকে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা  বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom