নিরাপদ নগর দিবস আজ

দিবসটি উপলক্ষে আতিকুল ইসলাম নিরাপদ নগর দিবসের সফলতা কামনা করেন

নিরাপদ নগর দিবস আজ
নিরাপদ নগর দিবস আজ

প্রথম নিউজ, ঢাকা : নিরাপদ নগর দিবস আজ। ২০১৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। ২০১৫ সালের ২৪ মে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই ওই দিনটিকে নিরাপদ নগর দিবস হিসেবে পালনের জন্য দাবি করে আসছিল সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও পালন করে তারা। ২০১৯ সালে জাতীয় প্রেস ক্লাবে ‘কতটা বাসযোগ্য ঢাকা মহানগরী’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ২৪ মে দিনটিকে নিরাপদ নগর দিবস হিসেবে ঘোষণা করেন। দিবসটি উপলক্ষে আতিকুল ইসলাম নিরাপদ নগর দিবসের সফলতা কামনা করেন।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুন গতকাল এক বিবৃতিতে বলেন, আমরা বাসযোগ্য ও নিরাপদ ঢাকা চাই। আমরা চাই এ শহরে মানুষ আনন্দে বেঁচে থাকুক। শহরের মানুষের আবাস্থল ও কর্মস্থল নিরাপদ রাখার দায়িত্ব সিটি কর্তৃপক্ষের। তাদের আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি। তা হলে নিরাপদ নগর প্রতিষ্ঠার কাজ অনেকটা এগিয়ে যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom