ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি ডিইউজের

গতকাল জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে ডিইউজের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি ডিইউজের
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি ডিইউজের

প্রথম নিউজ, ঢাকা : মুক্ত গণমাধ্যমবিরোধী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে ডিইউজের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, গণতন্ত্রহীনতার কারণে দেশে গণমাধ্যম ও সংবাদকর্মীরা সবচেয়ে বিপন্নতার শিকার হচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার দেশে আইনকে অস্ত্রে পরিণত করে মুক্ত গণমাধ্যমের পথ রুদ্ধ করেছে।

সভায় অবিলম্বে দেশের সব বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানান। এ ছাড়া কোরবানির ঈদের আগেই সব গণমাধ্যমে সংবাদকর্মীদের সব বকেয়াসহ বেতনভাতা পরিশোধের আহ্বান জানানো হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ সব ক্ষেত্রে ডিইউজে নেতাদের অংশীদারিত্ব নিশ্চিত করার দাবিও জানান সাংবাদিক নেতারা। নির্বাহী কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন ডিইউজের সহসভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মো: শাহজাহান সাজু, কোষাধ্যক্ষ মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম দিদার, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য রফিক মুহাম্মদ, শহীদুল ইসলাম, জেসমিন জুঁই, কাজী তাজিম উদ্দিন, রফিক লিটন, মো: আবদুল হালিম ও বিভিন্ন ইউনিটের নেতারা। বিজ্ঞপ্তি। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom