ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিক্ষোভ মিছিলটি দুপুর ২ টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে বকশীবা জার গিয়ে শেষ হয়।
প্রথম নিউজ, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি খোরশেদ আলম সোহেল ও বিপ্লবী সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দুপুর ২ টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে বকশীবা জার গিয়ে শেষ হয়।
ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্রসংগঠন নেই তারা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের বহিষ্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানায়। সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া তথাকথিত সংগঠন ছাত্রলীগ আজ সাধারণ শিক্ষার্থীদের আতংকে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে অচিরেই ছাত্রলীগের সন্ত্রাসীদের দাত ভাঙ্গা জবাব দিবে। এছাড়াও তিনি অচিরেই সহযোদ্ধাদের রক্তের বদলা নিবই নিব বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সিনিয়র যুগ্ন-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক অলি আহমেদ, আব্দুর রহিম রনি, নাজমুস সাকিব, শাহীনুর ইসলাম শাহিন, কাইয়ুমুল হাসান, মাহফুজুর রহমান, তৌহিদুর রহমান, সহ-সাধারন সম্পাদক মুন্সী মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান।
জগন্নাথ হল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক সুপ্রিয় দাশ শান্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল আমিনুল, কর্মী আব্দুল্লাহ সাব্বির, সানী। ড.মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের (মিশুক), সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নূর। কবি জসীমউদদীন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কর্মী ইয়াসিন আরাফাত আলিফ। স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জিসান, কর্মী ফেরদৌস সিদ্দিক সায়মন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের কর্মী মাহমুদুল হাসান, উবায়দুল্লাহ রিদওয়ান। সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া। মাস্টারদা' সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, যুগ্ম সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান নাহিন, কর্মী মাহমুদুল হাসান, মনোয়ার হোসেন প্রান্ত। হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, কর্মী আহনাফ আরিফ রিফাত, তানভীর হাসান। ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন। একুশে হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী। বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকিব জাভেদ রাফি, কর্মী আরমান মাহমুদ, তানভীর আল হাদী মায়েদ, সাজ্জাদ হোসেইন, আহসান হাবিব রায়হানসহ দেড়শতাধিক নেতৃবৃন্দ।