রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মশাল মিছিল বের করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মশাল মিছিল বের করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল। মিছিলটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু হয়ে কাওরান বাজার গিয়ে শেষ হয়। সোমবার অনুষ্ঠিত ওই মিছিলের নেতৃত্ব দেন তেজগাঁও কলেজ ছাত্রদলের বেলাল হোসেন খান।
মিছিলে আরো উপস্থিত ছিলেন নুরে আলম খান, জুয়েল শিকদার, তরিকুল ইসলাম ইমরান, নাজমুল হুদা রাকিব, রাহিবুল ইসলাম রাতুল, সুজন মিয়া, সৈকত শুভ, ইয়ামিন খন্দকার, মামুন, জুয়েল রানা, ইলিয়াস হোসেন, সজিবুর রহমান সজিব, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম বেল্লাল, রনি হাওলাদার, তরিকুল ইসলাম, রোমান আহমেদ, সাব্বির হোসেন সহ অর্ধ শতাধিক ছাত্রনেতা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেলাল হোসেন খান বলেন, স্বৈরাচারের কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই, ফিরবে দেশের হারানো গণতন্ত্র। একই সাথে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত সুচিকিৎসার জন্য বিদেশ না পাঠানো পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: