কৃষক লীগের সমাবেশে দুপক্ষের মারামারি
প্রথম নিউজ, ঢাকা : বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের সমাবেশে মারামারিতে জড়িয়েছে সংগঠনটির দুই পক্ষ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সমাবেশ শুরু আধা ঘণ্টা পরেই এমন ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বেলা আড়াইটার দিকে বাড্ডা থানা কৃষক লীগ ও আদাবর থানা কৃষক লীগের নেতাকর্মীদের মধ্যে সমাবেশস্থলে এ মারামারি শুরু হয়। একপর্যায়ে দুপক্ষ বাঁশ নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় সমাবেশস্থলে হুড়োহুড়ি শুরু হলে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এসে উভয় পক্ষকে শান্ত করেন।
নেতাকর্মীরা বলছেন, বাড্ডা থানা কৃষক লীগের সভাপতি রকি শিকদার ও সাধারণ সম্পাদক জনি মালুমের অনুসারীদের সঙ্গে আদাবার থানা কৃষক লীগের নেতাকর্মীরা এই মারামারিতে জড়িয়েছেন।
নেতাকর্মীর দাবি, তাদের একজনের সঙ্গে আদাবর থানা কৃষক লীগের একজনের পায়ে পা লাগায় তারা চড়াও হন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বাঁশ দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করলে হুড়োহুড়ি দেখা দেয়।
কৃষক লীগের এই সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধান অতিথি করা হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
এর আগে দুপুর ১২টার পর থেকে সমাবেশস্থলে আসতে থাকেন কৃষক লীগের নেতাকর্মীরা। এ সমাবেশে বিভিন্ন জেলা থেকে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নিয়েছেন।