ঢাবি’র হলে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। অমিত সরকার ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতেন।
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে অমিত সরকার (২৫) নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। তিনি ঢাবির ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাবির জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। অমিত যশোর জেলার কোতোয়ালী উপজেলার বালিয়া ঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।
মৃতের বন্ধু রাজিব জানিয়েছেন, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে লেখাপড়া করে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েন অমিত। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ঘুমাতে দেখে বন্ধুরা তাকে ডাকতে থাকেন। কিন্তু তারা কোনও সাড়া পাওয়া যায় না। পরে কয়েকজন মিলে অমিতকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews