আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে 'আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ' নামে সংগঠনের ব্যানারে এই পদযাত্রা শুরু করে সংগঠনটি।
প্রথম নিউজ,ঢাবি প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগে আদিবাসী কোটা পুনর্বহালসহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে ‘আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ’ নামে একটি সংগঠন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে 'আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ' নামে সংগঠনের ব্যানারে এই পদযাত্রা শুরু করে সংগঠনটি। পদযাত্রাটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গেলে পুলিশ বাধা দিয়ে থামিয়ে দেয়। এরপর আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদের চার সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বাকিরা জাদুঘরের সামনে অবস্থান করছেন।
তাদের তিন দফা দাবি হলো— ১. প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির নিয়োগে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালকরণে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে হবে। ২. সম্প্রতি প্রকাশিত ৪০ তম বিসিএস-এ আদিবাসী প্রার্থীদের ফলাফল পুনর্বিবেচনা করতে হবে। ৩. প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা নিশ্চিত ও সুষ্ঠু বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপিতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলা হয়, বিসিএস ক্যাডার ও অন্যান্য সরকারি চাকরিতে যে গুটি কয়েকজন প্রতিনিধিত্ব আমরা পেয়েছি তার অধিকাংশই সম্ভব হয়েছে আদিবাসী কোটা থাকার সুবাদে।... কিন্তু কোটা বাতিল পরবর্তী ৪০তম বিসিএসের সম্প্রতি দেওয়া চূড়ান্ত ফলাফলে আমরা আদিবাসীদের প্রতি সরকারের কোনও অগ্রাধিকার বা বিবেচনা রাখতে দেখিনি। যার ফলে, কয়েকজন আদিবাসী শিক্ষার্থী অনেক কষ্ট করে মেধার ভিত্তিতে ৪০তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ধাপের মৌখিক পরীক্ষা দিয়ে আসলেও তারা চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়নি। বিষয়টি আমাদের অত্যন্ত হতাশ ও অবাক করেছে।
‘আদিবাসীসহ এদেশের অনগ্রসর মানুষের জন্য সরকারি চাকরিতে কোটার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি’ উল্লেখ করে তাতে আরও বলা হয়, তাদের জন্য কোটা পুনর্বহালের কোনো নীতিমালা প্রণয়ন করা নাহলে ৪০তম বিসিএস-এর মতো পরবর্তী পরীক্ষাগুলোতেও দেশের অবহেলিত ও অনগ্রসর জনগণদের সরকারি উচ্চপদস্থ কর্মস্থলে অভিগম্যতা বন্ধ হয়ে যাবে। এর ফলে এদেশের বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর সাথে সমান প্রতিযোগিতায় টিকতে না পেওে অনগ্রসর আদিবাসীরা আরও পিছিয়ে যাবে। এসব ‘অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করে’ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews