ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা আটক
রবিবার রাত সোয়া এগারটার সময় তার খিলগাওস্থ বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে। রবিবার রাত সোয়া এগারটার সময় তার খিলগাওস্থ বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু। তিনি জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরআগে গত ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তারকে কোর্ট প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশ।