আকর্ষণীয় বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ
প্রথম নিউজ, অনলাইন : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সিনিয়র পিএমইএএল অফিসার’ পদে কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সিনিয়র পিএমইএএল অফিসার পদে কত জন নেবে, তা বিজ্ঞপ্তিততে জানায়নি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সিনিয়র পিএমইএএল অফিসার পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এ পদে বয়সও নির্ধারিত নয়। সিনিয়র পিএমইএএল অফিসার পদে কেউ নিয়োগ পেলে কর্মস্থল হবে বরগুনা।
আবেদনের যোগ্যতা
পরিসংখ্যা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্সেস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।