অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বাড়বে না ভাড়া
বাসভাড়া না বাড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম নিউজ, ঢাকা: মহানগর পরিবহন মালিক সমিতির সঙ্গে বিআরটিএ’র আলোচনায় ভাড়া না বাড়ানো ও অর্ধেক যাত্রী নিয়ে চলার সিদ্ধান্ত হয়েছে। তবে বাসে যত সিট, তত যাত্রী নিয়ে যেন বাস চলতে পারে সে ব্যাপারে বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে মহানগর পরিবহন মালিক সমিতি।
আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহনের বিষয়ে বাস মালিকদের নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বনানীর বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাসের ভাড়া বৃদ্ধি, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করাসহ নানা বিষয় তুলে ধরেছেন পরিবহন মালিকরা। দুই ঘণ্টার বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সাংবাকিদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘১৫ জানুয়ারি থেকে সরকারি নির্দেশনা মতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে। যাত্রী এবং গাড়ির চালক ও সহকারী অবশ্যই মাস্ক পরে গাড়িতে থাকবেন। তিনি আরও বলেন, ‘গণপরিবহনে বর্তমান যে ভাড়া আছে, সে ভাড়াতেই চলবে। তবে বাসে সিটের অর্ধেক যাত্রী বহন করবে।’
চেয়ারম্যান বলেন, ‘মহানগর পরিবহন মালিক সমিতিসহ অন্যান্য স্টক হোল্ডাররা অনুরোধ করেছেন, স্বাস্থ্যবিধি মেনে বাসে যত সিট তত যাত্রী পরিবহনের অনুমতি দেওয়ার জন্য। যতক্ষণ সরকার এ ব্যাপারে অনুমতি না দেবে, ততক্ষণ পর্যন্তু স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে একজন করে যাত্রী চলাচল করবেন।’
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরের শুরুতে বাস ভাড়া বাড়ানো হয়েছিল প্রায় ২৮ শতাংশ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ওই সময় বাস ভাড়া বাড়ানো হয়েছিল। ২০২০ সালে বিধিনিষেধ চলাকালে প্রথম দফায় ৬৮ দিন বাসসহ সবধরনের গণপরিবহন বন্ধ ছিল। সে বছরের ১ জুন থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল শুরু হয়। মালিকদের প্রস্তাবে ওই বছর ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল বাস মিনিবাসে। গত বছর ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করেছিল বাস মালিকরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: