২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন শাহবাগের আন্দোলনকারীরা

সংখ্যালঘুদের ওপর হামলা: শাহবাগে সড়ক অবরোধে জনর্দুভোগ

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন শাহবাগের আন্দোলনকারীরা
শাহবাগে সড়ক অবরোধ

প্রথম নিউজ, ঢাকা: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুরের প্রতিবাদে এবং এতে জড়িতদের বিচার দাবিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীরা।

আজ সোমবার দুপুর দুইটার দিকে তারা এ আল্টিমেটাম বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

অবরোধকারীরা হামলায় জড়িতদের বিচার দাবির পাশাপাশি সাত দফা উত্থাপন করেছেন। তারা বলেছেন, এ সাত দফা না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবিগুলো হলো- হামলার শিকার মন্দিরগুলো দ্রুত সংস্কার, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ, ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার, সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির ও সংখ্যালঘুদের ওপর হামলার দায়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠন, হিন্দু ধর্মীয় ট্রাস্টের আধুনিকায়ন করে ফাউন্ডেশনে উন্নীত করা এবং জাতীয় বাজেটে সংখ্যালঘুদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ করা।

এদিকে অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।

গত ১৩ অক্টোবর কুমিল্লায় কোরআন অবমাননার একটি খবর ছড়ানোর পর দেশের বিভিন্ন স্থানে মন্দির ও মণ্ডপে হামলা-ভাঙচুর হয়। রোববার (১৬ অক্টোবর) রাতেও রংপুরে কিছু বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom