শাহবাগে শিক্ষার্থীদের প্রতীকী লাশের মিছিল: কাল শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন
আজকে ঢাকা ছাড়াও ১৮টি জেলাতে নিরাপদ সড়কের দাবিতে কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা ৷

প্রধম নিউজ, ঢাকা: নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে সোমবার (৬ ডিসেম্বর) শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজন করবে সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার রাজধানীর শাহবাগে প্রতীকী লাশের মিছিল কর্মসূচি শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনজামুল হক এই ঘোষণা দেন।
ইনজামুল হক বলেন, পুলিশি বাধায় আমরা শাহবাগে কর্মসূচি করতে পারি নাই। তাছাড়া বৈরী আবহাওয়ার জন্য আজকের কর্মসূচি শেষ করতে হচ্ছে। আজকে ঢাকা ছাড়াও ১৮টি জেলাতে নিরাপদ সড়কের দাবিতে কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা ৷ আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদেরকে পুলিশ বাধা দিয়েছে। আমরা আবারও বলতে চাই আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে আন্দোলন করছি না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদেরকে বাধা দেওয়া হলে আন্দোলনের দাবানল সারাদেশে ছড়িয়ে যাবে।
আরেক শিক্ষার্থী সানোয়ার বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বাধা এটাই প্রমাণ করে যে তারা সড়কের নিরাপত্তা ও দুর্নীতি কমাতে ব্যর্থ। সড়ক দুর্নীতির কারণেই আমরা নিরাপদ সড়ক পাচ্ছি না। বিআরটিএ থেকে শুরু করে সব স্থানে দুর্নীতি। আমাদের ৯ দফা দাবির মধ্যে আমরা সবগুলো সমাধান তুলে ধরেছি। আমাদের দাবি বাস্তবায়ন করলে আমরা নিরাপদ সড়ক পাব।
৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো, বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে, নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না, বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না, শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রত্যেক সড়কে দুর্ঘটনা প্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে, সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে, শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে ও শুধু ঢাকা নয়, সারাদেশের শর্তহীন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: