ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্থানে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ডামি নির্বাচন নয় পদত্যাগ করে সকল দলের অংশগ্রহনে অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করুন- মোহাম্মদ শাহজাহান
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ ২ জানুয়ারী রাজধানীর খিলগাঁও, মুগদা, পল্টন, মতিঝিল, ধানমণ্ডি, হাজারীবাগ, সবুজবাগ, ডেমরা, যাত্রাবাড়ী, রমনা, শাহবাগ, বংশাল, কোতোয়ালি, চকবাজার, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, কদমতলী, গেন্ডারিয়া, সুত্রাপুর, ওয়ারী সহ ৬৮টি সাংগঠনিক থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ আজ কঠিন সংকটে নিমজ্জিত। সরকার সকল দলের অংশগ্রহনে অর্থবহ নির্বাচনের পরিবর্তে ডামি নির্বাচনের ব্যবস্থা করেছে। স্বৈরাচার সরকার মনে করেছে শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে আটক রেখে, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তা হতে দিবে না। তারা জেগে উঠেছে, রাজপথে নেমে এসেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবে। দেশের স্বার্থে, জনগণের অধিকার আদায়ের স্বার্থে ৭ জানুয়ারীর পাতানো ও তামাশার নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত থেকে প্রহসনের নির্বাচন রুখে দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। সেইসাথে এই স্বৈরাচার সরকারের পতন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চলমান গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ঢাকাবাসীর প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণ: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহমান সাজু, আসিফ আদনান ও সাজেদুর রহমান শিবলীর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, ছামিউর রহমান শামীম, মোহাম্মদ সাইফুল্লাহ, জামায়াত নেতা সাইফুল ইসলাম, খলিলুর রহমান, মাহফুজুর রহমান, মোশাররফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুগদায় গণসংযোগ ও লিফলেট বিতরণ: অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ৭ জানুয়ারীর প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুগদা থানার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইসাহাকের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী আবু মাহি, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল হাই, তোফাজ্জল হোসেন সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোনাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ: অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনাপাড়ার বিভিন্ন স্পটে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু জয়নবের নেতৃত্বে উক্ত গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলে থানা কর্মপরিষদ সদস্য হারুনুর রশিদ, ঈমাম হোসেন মিরাজ, মীর আল আমিন, মনিরুজ্জামান, তারিকুল ইসলাম, ইমামুল হক, নাসির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
শ্যামপুরের লিফলেট বিতরণ: প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট দান হতে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী যাত্রাবাড়ী-শ্যামপুর জোনের উদ্যোগে আজ রাজধানীর মিরহাজীরবাগ সহ বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য খন্দকার এমদাদুল হকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার আল আমিন, জামায়াত নেতা ফারুক হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।