টিপুর শুটারকে মোটরসাইকেলে নিয়ে পালানো মোল্লা শামীম নজরদারিতে
যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন মোল্লা শামীম।
প্রথম নিউজ, ঢাকা: মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে হত্যায় কিলিং মিশনে অংশ নেওয়া আরেক ব্যক্তির নাম পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ইতোমধ্যে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তিনি।
ডিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কিলিং মিশনে অংশ নেওয়া ওই ব্যক্তির নাম মোল্লা শামীম। তিনি ডিবির হাতে গ্রেপ্তার হওয়া শুটার মাসুম মোহাম্মদ আকাশের বন্ধু। ঘটনার দিন মাসুমকে মোটরসাইকেলে করে শাহজাহানপুরে টিপুর মাইক্রোবাসের সামনে নিয়ে যান শামীম। টিপুকে মুহুর্মুহু গুলি করার পর দৌড়ে শামীমের মোটরসাইকেলেই এসে বসেন মাসুম। পরে শামীম তাকে নিয়ে পালিয়ে যান।
সোমবার (৪ এপ্রিল) শুটার মাসুমের সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে ডিবি। মঙ্গলবার (৫ এপ্রিল) তাকে আবারও আদালতে তুলবে ডিবি। এ দিন হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন মাসুম। মাসুমকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ এবং ডিবির কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
তবে ডিবি সূত্র জানায়, মাসুম জানিয়েছে একাধিক মামলা থাকায় সে এলাকায় (গ্রামে) যেতে পারত না। পরিবারবিচ্ছিন্ন ছিল। হতাশ ছিল। হত্যার পরিকল্পনাকারীরা টিপুকে হত্যা করলে তার বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়ার আশ্বাস দেয়। সেই আশ্বাস থেকেই সে টিপুকে হত্যা করতে রাজি হয়। ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, হত্যায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে মাসুম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুকসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেয় তদন্তকারী সংস্থা ডিবি। তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে বলে জানিয়েছে ডিবি। গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। একই ঘটনায় শিক্ষার্থী প্রীতিরও গুলি লাগে। সেও ঘটনাস্থলে নিহত হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews