ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

প্রথম নিউজ, ঢাকা : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। এদিন বাজারে সূচক বেড়েছে ৬ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১ পয়েন্ট।

ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ। ফলে সোমবার দরপতনের পর ডিএসইতে মঙ্গল ও বুধবার দুদিন উত্থান হলো।


ডিএসইর তথ্য মতে, আজ মোট ১৫ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৪৯৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭২১ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসই ৩০ সূচক।

ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টি কোম্পানির। কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৯৬টি কোম্পানির শেয়ারের দাম।


এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অগ্নি সিস্টেমসের শেয়ার। তারপর শীর্ষ ১০ এ ছিল যথাক্রমে- সিভিও পেট্রোকেমিক্যাল, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, বিডিকম, রয়েল টিউলিপ সি পার্ল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইটি কনসালটেন্ট এবং জেনেক্স ইনফোসেসের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১ দশমিক ৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২২০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৪৪টির দাম।

দিন শেষে সিএসইতে ২২ কোটি ৫০ লাখ ৭ হাজার ২৭৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৩৬৪ টাকার শেয়ার।