জামালপুরে সহকর্মীর ছুরির আঘাতে এক জনের মৃত্যু
জামালপুরে সহকর্মীর ছুরির আঘাতে হাবিল মিয়া নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে
প্রথম নিউজ.জামালপুরঃ জামালপুরে সহকর্মীর ছুরির আঘাতে হাবিল মিয়া নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক রং মিস্ত্রি চাঁন মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল ৯মে রাতে শহরের মুকুন্দবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মুকুন্দবাড়িতে চান মিয়ার ভাড়া বাসায় মাদক সেবন করছিলো রং মিস্ত্রি হাবিল ও চাঁন মিয়া। মাদক সেবনের এক পর্যায়ে হঠাৎই চাঁন মিয়ার মা-বোনকে জড়িয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হাবিল। এরপর ক্ষীপ্ত হয়ে বাড়িতে থাকা ধারালো ছুরি দিয়ে হাবিলকে আঘাত করে চাঁন মিয়া। পরে হাবিলের চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়।পুলিশ কর্মকর্তা আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকেই চাঁন মিয়াকে আটক করা হয়েছে। নিহত হাবিল মিয়া জামালপুর শহরের উত্তর কাচারীপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।