যুবলীগ নেতাকে থানায় নির্যাতন, ওসিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হো‌সেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরু‌দ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলার আবেদন করেছেন যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক

যুবলীগ নেতাকে থানায় নির্যাতন, ওসিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম নিউজ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হো‌সেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরু‌দ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলার আবেদন করেছেন যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক।

বুধবার (১০ মে) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর র‌শিদের আদালতে আবেদনটি করেন তিনি।


মামলার আসা‌মিরা হ‌লেন-  ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোকা চন্দ্র রায়, মো. মোতালেব, মো. হাফিজ ও অপারেশন ইনচার্জ মো. লতিফ।     

দায়রা ও জজ আদালতের ভারপ্রাপ্ত পি‌পি অ‌্যাড‌ভো‌কেট আব্দুল হা‌মিদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন।

তিনি‌ ব‌লেন, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের পাঁচ কর্মকর্তার বিরু‌দ্ধে দায়রা ও জজ আদাল‌তে আসাদুজ্জামান পুলক না‌মের এক ব‌্যক্তি মামলা দায়ের করেছেন। মামলা‌টি বিচার‌ বিভাগীয় তদ‌ন্তের নির্দেশ দি‌য়ে‌ছেন আদালত। একইস‌ঙ্গে মামলা‌টিকে এজাহার হিসেবে গ্রহণ কর‌তে পুলিশ সুপার‌কে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার বাদী‌কে চি‌কিৎসার জন‌্য সি‌ভিল সার্জনকে আদেশ দি‌য়ে‌ছেন আদালত।