টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু ১৮ জুলাই
টরন্টো শহরের তিনটি স্থানে ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও সেবীদের নিয়ে আগামী সোমবার (১৮ জুলাই) টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২২ শুরু হতে যাচ্ছে।
টরন্টো শহরের তিনটি স্থানে ছয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই প্রদর্শনীসমূহ টরন্টোর মূলধারার প্রেক্ষাগৃহে (সিনেপ্লেক্স-এগলিনটন ও ফক্স থিয়েটার, কুইন স্ট্রিট ইস্ট), টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম সেন্টার এবং অনলাইনে প্রদর্শিত হবে।
বিকাল ৬টায় স্ক্যারবরোর এগলিন্টন টাউন সেন্টারের ২২ লেবোভিক এভিনিউ’র সিনেপ্লেক্স ওডেনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী হবে। চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে কানাডা, ইউক্রেন, ইরান, ইতালি, গ্রীস, তিউনিসিয়া এবং বাংলাদেশের সাতটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র, একটি প্রামাণ্য চলচ্চিত্র এবং একটি পূর্ণ দৈর্ঘের কাহিনী চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জুলাই ১৯, ২০, ২১ এবং ২২ তারিখে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্রের প্রদর্শনী হবে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে। শনিবার (২৩ জুলাই) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত ২২৩৬ কুইন স্ট্রিট ইস্টের ঐতিহ্যবাহী ফক্স থিয়েটারে। সমাপনী অনুষ্ঠানের পূর্বে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এবারের চলচ্চিত্র উৎসবে ৪৯টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইন-পার্সনের সঙ্গে সঙ্গে এই উৎসব অনলাইনেও উপভোগ করা যাবে।
অনলাইন লিংক হচ্ছে- torontomulticulturalfilmfestival.com। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২২ এ ৩৭ জন স্কুল কলেজের ছাত্রছাত্রী ভলিন্টিয়ার হিসেবে কাজ করবে। এ উৎসবের পার্টনার হিসেবে অংশ নিচ্ছে অন্টারিও আর্ট কাউন্সিল এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশের ‘সময়’ টেলিভিশন এবং টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews