এবার ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে ট্রলের শিকার নুসরাত
প্রথম নিউজ, ডেস্ক : আলোচনা যেন পিছু ছাড়ছে না নুসরাত জাহানের। সন্তান গর্ভে আসার পর থেকেই তার পিতৃপরিচয় নিয়ে পানি ঘোলা হয়েছে অনেক। যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে স্বীকারও করেছেন নুসরাত জাহান। তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দিয়ে ট্রলের শিকার হয়েছেন নুসরাত। ট্রল হওয়াটা যেন নুসরাতের কাছে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রাম বা ফেসবুকে নুসরাত কিছু আপলোড করলেই নেটিজেনরা বলতে গেলে একেবারে মুখিয়েই থাকেন কটাক্ষ করার জন্য।
এবারও ঠিক এমনই ঘটেছে। বিজয়া দশমীর দিন ইনস্টাগ্রামে ‘আসছে বছর আবার হবে’ লেখা ভিডিও আপলোড করার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা ব্যঙ্গ।
তিনি যে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে দেখা গেছে, পরনে লাল শাড়ি, মাথায় বেলি ফুলের মালা, গায়ে সোনালি অলংকার। মাথায় লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এই ভিডিও পোস্ট করে নুসরাত লিখেছেন, আসছে বছর আবার হবে!
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: