পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, ১১ প্রাণহানি
পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জনের প্রাণ গেছে
প্রথম নিউজ, ডেস্ক : পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জনের প্রাণ গেছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবারের (১৩ জুলাই) এ দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। আহততের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বার কাছে অবস্থিত লালকো উপত্যকায় একটি বাস গভীর খাদে পড়ে গেলে ১১ পর্যটকের প্রাণহানি হয়।
হতাহতদের উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী বলছে, মারা যাওয়া ১১ জনই সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তারা।
ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান।
ট্রাফিক আইন ভঙ্গ করা এবং অপরিকল্পিত সড়ক অবকাঠামোর কারণে পাকিস্তানে মাঝেমধ্যেই বড় রকমের দুর্ঘটনা ঘটে। কদিন আগেও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস খাদে পড়ে ১৯ জনের প্রাণহানি হয়েছিল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews