টাঙ্গাইল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বুধবার (১২এপ্রিল) বিকেলে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২এপ্রিল) বিকেলে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব ও এডভোকেট ওবায়দুল হক নাসির প্রমুখ। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল, শ্রমিকদল, ওলামাদল ও মৎস্যজীবি দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।