প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মো. হারুন (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। রোববার (১৪ আগস্ট) রাতে উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প এমআরসি সি-ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. হারুন ওই ব্লকের ফজল আহমদের ছেলে। তিনি টেকনাফ মডেল থানার একাধিক মামলার পলাতক আসামি। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে হারুনকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, হারুন টেকনাফ মডেল থানার একাধিক মামলার আসামি। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
news.google.com
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews
https://youtube.com/prothom