টেকনাফে অপহৃত শিশুকে দুদিন পর ফেরত দিলো দুর্বৃত্তরা
পুলিশ দাবি করছে- তাদের তৎপরতায় অপহরণকারীরা শিশুটি রেখে গেলে প্রধান সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য (৮) দুদিন পর ফিরে এসেছে মা-বাবার কাছে। পুলিশ দাবি করছে- তাদের তৎপরতায় অপহরণকারীরা শিশুটি রেখে গেলে প্রধান সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে নিজ এলাকা নয়াপাড়ায় জনশ্রুতি রয়েছে- ৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দিয়েছে। শিশুটির পিতা সুলতান আহমদ রহস্যজনক কারণে মুক্তিপণের বিষয়টি স্বীকার না করলেও তিনি একাধিক লোকজনের কাছ থেকে ধার দেনা করে মুক্তিপণ টাকা জোগাড় করেন। পরে এসব টাকা অপহরণকারীদের কাছে পৌঁছালে তারা শিশুটিকে ছেড়ে দেয়। নাম না প্রকাশ করার শর্তে জনৈক ব্যক্তি জানান, ছেলেকে মুক্ত করতে টাকা চাইলে তাকে ধার দেয়া হয়।
এর আগে ৪ঠা জুন বরিবার লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য (৮)। সে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ও হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদা এলাকার সুলতান আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান মঙ্গলবার (৬ জুন) রাতে অপহরণকারীদের কবল থেকে অপহৃত মোহাম্মদ হোছন সূর্য (৮) নামক শিশুটিকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, গত রবিবার (৪ জুন) লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় শিশুটি। অপহরণকারীরা ভিকটিমের মা-বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করে। ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে মোবাইল নম্বর ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহিন পাহাড়সহ বিভিন্ন জায়গায় ভিকটিমকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। পুলিশি তৎপরতা ও সাঁড়াশি অভিযানের কারণে অপহরণকারীরা মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লেদা সড়কে অপহৃত শিশুটিকে রেখে যায়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ওই বিষয়ে টেকনাফ মডেল থানায় শিশুটির পিতা বাদী হয়ে নিখোঁজ ডায়েরি করেন।