জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে আহত ৪

 জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে আহত ৪

প্রথম নিউজ, নাটোর : নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নারীসহ ৪ জন‌ গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে লালপুর উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- আসাদ (৩০), আব্দুল হান্নান (৪০), বজলু (৩৩) ও হাসিনা বেগম (৫০)। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুল মৌজার একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় আফাজ উদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী বাকনাই গ্রামের আবু বকরের বিরোধ চলছিল। রোববার সকালে আবু বকরের লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে তাদের বাঁধা দেয় আফাজের লোকজন। এ সময় বকরের লোকজন তাদের ধাওয়া দেয়। এর একপর্যায়ে বকরের লোকজন শর্টগান দিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়লে আফাজের স্ত্রীসহ ৪ জন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহত হাসিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।