উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

আজ রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার

প্রথম নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের দর্শন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

তিনি বলেন, ‘সব সংগঠনকে শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর আস্থা রেখে আগামী নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে। বাংলাদেশ আজ সারা পৃথিবীর বিস্ময়ে পরিণত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে। মাঝি হিসেবে শেখ হাসিনার দিক নির্দেশনা পাওয়ার ফলে।’

আজ রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ঐক্যমঞ্চ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনার পৌঁছে দিতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ঐক্যমঞ্চ একটি যুগোপযোগী সামাজিক সংগঠন। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছে তারা বাঙালি জাতির সূর্য সন্তান। একদিন তারা হয়তো কেউ বেঁচে থাকবেন না, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনার মশাল বয়ে বেড়াবে মুক্তিযোদ্ধার সন্তানরা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছর সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তাকে আবিষ্কার করেছিলেন। তিনি সব মানুষকে প্রশিক্ষিত করেছিলেন স্বাধীনতার মূলমন্ত্রে। সেই ধারাবাহিকতায় দেশের সব নাগরিককে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার জাকির আহম্মদ। জ্যেষ্ঠ সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। এছাড়াও সংসদ সদস্য, আওয়ামী লীগের অন্যান্য জাতীয় ও কেন্দ্রীয় নেতাসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।