ছোট পর্দায় আজকের অনুষ্ঠান
প্রথম নিউজ, ডেস্ক : এনটিভিতে আজ ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। পান্থ শাহ্রিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন এফ এস নাঈম, মামুনুর রশীদ, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মীম, ফারুক আহমেদ, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আইনুন পুতুল প্রমুখ।
বাংলাভিশনে ‘হিট’
রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হিট’। রচনা মারুফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন- হাসান মাসুদ, মুকিত জাকারিয়া, সাজু খাদেম, ভাবনা, সারিকা সাবাহ্, মনিরা মিঠু, ইশতিয়াক আহমেদ রুমেল, শৈমন্তি সুমী, অনিক রাজু, নীলাঞ্জনা নীল প্রমুখ।
আরটিভিতে রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শান্তি মলম ১০ টাকা’। রচনা ও পরিচালনায় হিমু আকরাম।
অভিনয় করেছেন সালাহ্উদ্দিন লাভলু, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, ঊর্মিলা শ্রাবন্তি কর, তানজিকা আমিন, মনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ।
দীপ্ত টিভিতে ‘মাশরাফি জুনিয়র’
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। আহমেদ খান হীরক এর গল্পে এ নাটকের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমন পরিচালিত ধারাবাহিকটির লাইন প্রডিউসার কিশোর খন্দকার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিমসহ অনেকে।
বৈশাখী টিভিতে ‘ফোক লাইভ’
বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন দুই ফোক সংগীতশিল্পী। কিছু শেকড় সন্ধানী গান নিয়ে হাজির হবেন তারা। আজ রাত ১০টা ৫৫ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই দুই শিল্পী। আফরিন অথৈয়ের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews