চার হাজার বস্তা ইউরিয়া সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সার ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ মার্চ) রাতে অবৈধভাবে রাসায়নিক সার মজুত রাখার দায়ে তাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে ও মেসার্স তৈমুর অ্যান্ড ব্রাদার্স’র মালিক।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলা পোস্ট অফিসের সামনে মেসার্স তৈমুর অ্যান্ড ব্রাদার্স’র সার ব্যবসায়ী তরিকুল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে অবৈধভাবে মজুত রাখা চার হাজার বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
অবৈধভাবে সার মজুতের দায়ে তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে তাকে মঙ্গলবারের মধ্যে মজুতকৃত সার বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews