বাবার বাড়িতে দাওয়াত খাওয়া হলো না নববধূর
এ ঘটনায় তার স্বামী জাকারিয়াও গুরুতর আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালতক।

প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন আশা মনি (৩০) নামে এক নববধূ। এ ঘটনায় তার স্বামী জাকারিয়াও গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার দলগ্রামের বুকশুলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশা মনি উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম হাজীপাড়া এলাকার আহেদুল ইসলামের একমাত্র মেয়ে। দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন আশা মনির নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে বাবার বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। তুষভান্ডার আরডিআরএস অফিসের পাশেই আশা মনির বাবার বাড়ি। দলগ্রাম ইউনিয়নের বুকশুলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হন আশা মনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্বামী মো. জাকারিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালতক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: