শিক্ষার্থীকে অপহরণ করে থানায় ভিডিও কল, সেই অপহরণকারী গ্রেফতার
এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১০ম শ্রেণির ছাত্রীকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে থানায় ভিডিও কল করা জয়নাল আবেদিন জয় (২২) নামের সেই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আসামি জয়কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে। গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকায় থেকে আসামি সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি তিনজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করা হয়। পরে ওই আসামি থানায় ভিডিও কল করে স্কুলছাত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: