চট্টগ্রামে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে সমাবেশ
চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীর সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সভাপতি সেলিনা ইয়াসমিন কনা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক রাজীব কান্তি রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন। সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা মরিয়ম।
সমাবেশে নেতারা বলেন, ‘সেলিনা আক্তার শেলী চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং একজন কবি। ফেসবুকের একটি ফান পোস্টকে অজুহাত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলা করা হতে পারে বলে হুশিয়ারি দিয়েছে। এছাড়া তার পোস্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলেও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন ফান পোস্টকে কেন্দ্র করে কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অযৌক্তিক।
তারা বলেন, ‘সারা দেশে একের পর এক এরকম ঘটনা ঘটে চলেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে। কখনও পত্রিকায় খবর প্রকাশ করে, কখনও ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পড়তে হচ্ছে। যেকোনো বিষয়ে মানুষ তার মতামত দেবে এটা সংবিধান স্বীকৃত অধিকার। সেই অধিকারকে বারবারই খর্ব করা হচ্ছে এ কালাকানুনের প্রয়োগ করে বা ভয় দেখিয়ে।’
তারা আরও বলেন, ‘দেশে চলছে একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের শাসন। সরকার তার শাসন বহাল রাখার জন্য স্বৈরাচারী প্রক্রিয়া অনুসরণ করছে। তার প্রভাব সব প্রতিষ্ঠানের ওপরও আছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আচরণও এ প্রভাবের বাইরে নয়। একজন শিক্ষক তার একটি মতামত মজা করে ফেসবুকে পোস্ট করেছে। এ বিষয়ে কারও কোনো দ্বিমত থাকলে তার সঙ্গেই আলোচনা করার সুযোগ ছিল। কিন্তু তার বহিষ্কার কোনোভাবেই গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতে পারে না। এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অযৌক্তিক। অবিলম্বে তার বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করা প্রয়োজন।’
সমাবেশে তারা অবিলম্বে সেলিনা আক্তার শেলীর বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।