চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে অর্পিতা মজুমদার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সকালে থানার আসকারদিঘির দক্ষিণ পাড় মালিপাড়া এলাকায় একটি ভাড়া ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী রাজন দাস (৩৫) পলাতক রয়েছে। পারিবারিক কলহের জেরে গৃহবধূ অর্পিতা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পেলে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। গৃহবধূর মরদেহ ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।