গাজীপুর সিটি কাউন্সিলরের পা ভেঙ্গে দিল পুলিশ : আটক ৩০
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর রাজবাড়ী রোডের জজকোর্ট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর প্রাণকেন্দ্র ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র হাসান আজমল ভূইয়া একটি মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে পুলিশের এ হামলার শিকার হন। এতে আরো বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ নেতাকর্মীকে আটক করে। আজমল জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলে অংশ নিতে একটি খণ্ড মিছিল নিয়ে তিনি রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় জজকোর্ট মোড় এলাকায় পুলিশ বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতে হামলা চালায়।
পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন। এ সময় তিনি কাউন্সিলর পরিচয় দেয়ার পরও পুলিশ বেধড়ক পিটিয়ে তার বাম পা ভেঙ্গে দেয়। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। আহত হাসান আজমল ভূইয়া সদর মেট্রো থানা বিএনপির সদস্য সচিব। এদিকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews