গাছের সঙ্গে বাসের ধাক্কা নিহত ১০, আহত ২০

আজ রবিবার  সকাল সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

গাছের সঙ্গে বাসের ধাক্কা নিহত ১০, আহত ২০

প্রথম নিউজ, বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ৩ জন যাত্রী নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরও ৭ যাত্রী মারা যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। 

আজ রবিবার  সকাল সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

ওসি বলেন, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে এবং আরও ২০ যাত্রী আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে, তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।

বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। হতাহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।’

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।  এ ছাড়া এখানে আসা পাঁচ-ছয় জনের চিকিৎসা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom