গাইবান্ধায় যুবক ও গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
সোহেল রানা সেচ পাম্পে সংযোগ দিতে যান। এরমধ্য বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
প্রথম নিউজ,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে সোহেল রানা শাহিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব ছাপরহাটী (মণ্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল রানা ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা সেচ পাম্পে সংযোগ দিতে যান। এরমধ্য বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জের ছাপরহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কনক কুমার গোসামী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎতায়িত হয়ে সুফিয়া খাতুন পাখি (৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমলাগাছী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।দুই সন্তানের জননী সুফিয়া বেগম পাখি স্থানীয় বিএডিসি ও টিসিবি ডিলার ফিরোজ কবির মণ্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় পাখি সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে যান। এসময় বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি সম্পর্কে থানা পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews