কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল

প্রথম নিউজ, পটুয়াখালী: মহান বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় ভিড় করছে পর্যটকরা। এ বছর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং সাপ্তাহিক সরকারি ছুটি দু’দিন হওয়ায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটেছে বলে মনে করছে ট্যুরিস্ট পুলিশসহ স্থানীয় ব্যবসায়ীরা। এ ছাড়াও সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ নবনির্মিত শেখ রাসেল সেতুর উপর দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকনের পর পর্যটকরা ছুটে যান রাখাইনদের আদি কুয়া অথবা রাখাইন পল্লীতে। কুয়াকাটার জিরো পয়েন্ট সংলগ্ন রয়েছে নজরকাড়া প্যাগোডা। এই প্যাগোডা তথা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন বেড়িবাঁধের পাশে রয়েছে দুশ’ বছরের প্রাচীনতম নৌকা। রাখাইন মহিলা মার্কেট, মিশ্রিপাড়ায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ সীমা বৌদ্ধ বিহার। ইকোপার্ক, লেম্বুরচর, শুঁটকিপল্লীসহ বিভিন্ন আকর্ষণীয় স্থান। পর্যটকদের বাড়তি বিনোদনে প্রস্তুত ছিল নৌ-তরি।

কেউ বিচে ছাতার নিচে বসে সাগরের জল আর সূর্য রশ্মির রঙিন খেলায় মেতে ওঠা অপরূপ দৃশ্য অবলোকন করে। ৩০ কি. মি. দীর্ঘ সৈকতের গা ঘেঁষে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চল, দক্ষিণে দৃষ্টিসীমা যতদূর যায় শুধু নীল সাগরের জলরাশি অন্যদিকে দিগন্তজুড়ে লালিমা আকাশের গায়ে আবির মাখানো দৃশ্য পর্যটকদের অন্তরাত্মাকে প্লাবিত করে দিচ্ছে। ঘোড়ার পিঠে চড়া আনন্দ উল্লাস করে থাকেন আগত পর্যটকরা।  ঢাকা থেকে বেড়াতে আসা জহিরুল ইসলাম বলেন, একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করার দৃশ্য একমাত্র কুয়াকাটায় যা সত্যিই আনন্দদায়ক। কুয়াকাটার আবাসিক হোটেল ওশান ভিউ এর অপারেশন ম্যানেজার আল আমিন খান বলেন, ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমাদের হোটেলের সকল রুম বুকিং আছে এবং অন্যান্য হোটেলেও বেশ পর্যটক রয়েছে। শুধু তাই নয় বড়দিন তথা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে হোটেলের রুম অগ্রিম বুকিং রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আমরা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত আছি। এ ছাড়াও কুয়াকাটার বিভিন্ন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom