কুম্বলেকে টপকে শীর্ষে কোহলি
প্রথম নিউজ, ডেস্ক : অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভার। জসপ্রীত বুমরার শর্ট লেন্থ ডেলিভারি। বল এক্সট্রা বাউন্স হয়ে অফ স্টাম্পের বাইরে দিয়ে মিচেল মার্শের ব্যাট স্পর্শ করে স্লিপের দিকে। বিরাট কোহলি বাঁ দিকে ডাইভ দিয়ে দুই হাতে বল লুফে নিলেন। চেপুকে ভারতীয় সমর্থকদের গর্জন। ভারত চলতি বিশ্বকাপে প্রথম উইকেট পায় ৫ রানে।
এই ক্যাচ নিয়েই কোহলি ভেঙে ফেলেছেন একটি রেকর্ড। বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ভারতীয় ক্রিকেটার এখন তিনি। তার পেছনে পড়ে গেছেন অনিল কুম্বলে।
বিশ্বকাপে এটি ছিল কোহলির ১৫তম ক্যাচ। কুম্বলে (১৪) পড়ে যান পেছনে। ১২টি ক্যাচ নিয়ে কপিল দেব ও শচীন টেন্ডুলকার তৃতীয় স্থানে।
ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ মোহাম্মদ আজহারউদ্দিনের (১৫৬)। ১৪৬ ক্যাচ নিয়ে তাকে চোখ রাঙাচ্ছেন কোহলি। উইকেটকিপার বাদে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রিকি পন্টিংয়ের। ব্যাট থেকে সরাসরি অস্ট্রেলিয়ার অধিনায়কে হাতে বল ধরা পড়েছে ২৮ বার।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন