কাপাসিয়ায় যুবলীগের হামলায় ৪ বিএনপি নেতা আহত

কাপাসিয়ায় যুবলীগের হামলায় ৪ বিএনপি নেতা আহত

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল থেকে ফিরার পথে মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগের হামলায় ৪ বিএনপি নেতা আহত হয়েছেন। বিএনপির পূর্ব নির্ধারিত সভা শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার পর ফেরার পথে কাপাসিয়া শহরের প্রধান সড়কে আওয়ামীলীগ দলীয় কার্যালয় সংলগ্ন এ হামলার শিকার হন। আহতরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা বিএনপি সূএে জানা যায়, হামলায় আহতরা হলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুতফর রহমান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ মোল্লা, কড়িহাতা ইউনিয়ন যুবদল নেতা অ্যাডভোকেট মোঃ রফিক ও দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিন মাহমুদ সাদিক। উপজেলা বিএনপির উদ্যোগে সদরের নারায়নপুর সড়কের মন মাধূরী কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর পূর্ব নির্ধারিত আলোচনা শেষে শান্তিপূর্ন ভাবে দলের নেতা-কর্মিরা যার যার মতো ফিরছিলেন। এ সময় শহরের প্রধান সড়কে উপজেলা আওয়ামী লীগ অফিস ও আশপাশ থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষের নেতৃত্বে অতর্কিতে বিএনপির নেতাদের ওপর হামলা ও মারধর করে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান কাপাসিয়া উপজেলা বিএপির নেতাদের ওপর যুবলীগের এ ন্যাক্কার জনক হামলা ও মারধরের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী করেন। 

স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ব্যরিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, জয়নাল আবেদীন রিজভী, আকতারুজ্জামান, জান্নাতুল ফেরদৌসৗ, ফকির ইস্কান্দার আলম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা।