কক্সবাজারের ইয়াবা কারবারি চাটখিলে গ্রেপ্তার

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল বাজার থেকে কক্সবাজারের এক মাদক কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. কাজল (৪০), কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরদিন শনিবার (২৬ জুলাই) কাজলকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।