একযোগে পদত্যাগ করলেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সব সদস্য

ইএসপিএন ক্রিক ইনফো ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বছর স্কটল্যান্ড বোর্ডের বিরুদ্ধে দেশটির সাবেক ক্রিকেটার মজিদ হক প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ করেন।

একযোগে পদত্যাগ করলেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সব সদস্য
একযোগে পদত্যাগ করলেন স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সব সদস্য

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। সব সদস্যকে নিয়ে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের প্রেসিডেন্ট। ইএসপিএন ক্রিক ইনফো ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বছর স্কটল্যান্ড বোর্ডের বিরুদ্ধে দেশটির সাবেক ক্রিকেটার মজিদ হক প্রাতিষ্ঠানিক বর্ণবাদের অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত প্রতিবেদন আজ প্রকাশিত হওয়ার কথা। আর প্রতিবেদন প্রকাশের আগেই বোর্ডের সবাই একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগের বিবৃতিতে অবশ্য বর্ণবাদের অভিযোগের সত্যতা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে স্কটল্যান্ড বোর্ড। বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী গর্ডন আর্থুরকে দেওয়া পদত্যাগপত্রে তারা লিখেছেন, ‘এই প্রতিবেদন থেকে যা আসবে, সেসব কার্যকরী করতে বোর্ড বদ্ধপরিকর ছিল। যারাই ক্রিকেট স্কটল্যান্ডে বর্ণবাদ অথবা যে কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর আগেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। আমাদের বিশ্বাস, সামনের দিনগুলোতে প্রয়োজনীয় উন্নতির জন্যই আমাদের সরে দাঁড়ানো উচিত।’

২০১৫ সালের বিশ্বকাপ থেকে হুট করেই মজিদ হককে দেশে পাঠায় স্কটিশ টিম ম্যানেজমেন্ট। এর পর আর জাতীয় দলে নিজেকে যুক্ত করতে পারেননি মজিদ। গত বছর মজিদ বোর্ডের বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন। ৫৪ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে থেমে যায় তার ক্যারিয়ার। এ দুই ফরম্যাটে যথাক্রমে ৬০ ও ২৮ উইকেটে রয়েছে তার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom