রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।

রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ

প্রথম নিউজ, অনলাইন: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। একই দাবিতে অনশন করছেন আবু তৈয়ব নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা সেখানে আছেন।

তবে তারা সেই বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায়। পরে বঙ্গভবনের সামনে অবস্থান নিলে তাদের ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বঙ্গভবনের সামনেও কড়া অবস্থানে থাকেন আইনশৃঙ্খলা বাহিনী।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক), জিয়া সাইবার ফোর্সসহ আরও কয়েকটি সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। এছাড়া ব্যক্তিগত ব্যানারেও অবস্থান নেন কেউ কেউ। বিক্ষুব্ধরা বলেন, ছাত্র-জনতার গণহত্যার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। শেখ হাসিনার বিদায়ের পর আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করতে রাষ্ট্রপতি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা।
এ সময় ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির অপসারণসহ চারটি দাবি করেন আন্দোলনরতরা৷ অন্য দাবিগুলো হলো- সংবিধান বাতিল করতে হবে; বিপ্লবী জাতীয় সরকার গঠন করাসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।