কারিনা দীপিকা অজয় ও অক্ষয়ের কার পারিশ্রমিক কত
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা-অভিনেত্রীদের কার পারিশ্রমিক কত, তা আমাদের অনেকেরই জানা। কিন্তু রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবিটিতে একঝাঁক তারকার উপস্থিতি। এ সিনেমায় কে কত পারিশ্রমিক পাচ্ছেন জানেন কি?
রোহিত শেঠির ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি সব সময় দর্শকদের বিনোদন দিয়ে আসছে। তবে এবার বিনোদনের জন্য আরও নানান আয়োজন রেখেছেন রোহিত। ‘সিংহাম এগেইন’ ছবিটি দীপাবলি উপলক্ষ্যে ১ নভেম্বর মুক্তি পাচ্ছে। ‘সিংহাম এগেইন’-এর অভিনয়শিল্পীদের লম্বা তালিকা দেখে বোঝা যাচ্ছে যে এবারের পর্ব আরও বিনোদনে ভরপুর হতে চলেছে। রোহিতের পুলিশ ইউনিভার্সের এই ছবিতে অজয় দেবগন ‘বাজিরাও সিংহাম’ রূপে আসবেন, তা সবারই জানা। কিন্তু এ ছবিতে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ— এসব হেভিওয়েট তারকাকে একসঙ্গে এনে রোহিত অনেক বড় চমক দিতে চলেছেন। এখন দেখা যাক, ‘সিংহাম এগেইন’-এর এ তারকাদের মধ্যে পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে আছেন, আবার কে পিছিয়ে আছেন।
বলি অভিনেতা অজয় দেবগন। পৌরাণিক মহাকাব্য রামায়ণের আঁধারে নির্মাণ করা হয়েছে ‘সিংহাম এগেইন’ ছবিটিকে। এই সিকুয়েলে অজয় দেবগন আবার ‘বাজিরাও সিংহাম’রূপে দাপট দেখাতে আসছেন। ‘সিংহাম এগেইন'-এ তার অভিনীত চরিত্রটি রাম দ্বারা অনুপ্রাণিত। ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজিকে অজয় তার নিজের কাঁধে সব সময় এগিয়ে নিয়ে গেছেন। ‘সিংহাম এগেইন’-এর মূল নায়ক তিনি-ই। তাই অজয়ের পারিশ্রমিক বাকি সব তারকার থেকে যে বেশি হবে, তা বলা নিষ্প্রয়োজন। এই ছবির জন্য অজয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। বলি সুপারস্টার ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘বীর সূর্যবংশী’রূপে আসতে চলেছেন। তিনি এই ছবির জন্য ২০ কোটি নিয়েছেন। অন্যদিকে অভিনেত্রী কারিনা কাপুর খান আছেন ‘সিংহাম এগেইন’ ছবিতে। অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর খানকে। ছবিতে তার অভিনীত চরিত্রটি দেবী সীতা দ্বারা অনুপ্রাণিত। কারিনা এ ছবির জন্য দর হেঁকেছেন ১০ কোটি রুপি।
রণবীর সিংকে ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘সিম্বা ভালেরাও’রূপে হুংকার দিতে দেখা যাবে। এই বলিতারকার পারিশ্রমিকের অঙ্ক ১০ কোটি বলে জানা গেছে। এ ছাড়া ‘সিংহাম এগেইন’-এর পারিশ্রমিকের দৌড়ে কারিনার থেকে পিছিয়ে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংহাম’-এর এই সিকুয়েল ছবিতে তিনি ‘লেডি সিংহাম’রূপে আসতে চলেছেন। রোহিতের পুলিশ ইউনিভার্সে প্রথম নারী পুলিশ হলেন দীপিকা। তার অভিনীত চরিত্রের নাম ‘শক্তি শেঠি’। তবে এই ছবিতে ক্যামিও হিসেবে দেখা যাবে তাকে। পর্দায় কিছুক্ষণের উপস্থিতির জন্য দীপিকা ৬ কোটি রুপি নিয়েছেন।
আছেন অর্জুন কাপুর। ‘সিংহাম এগেইন'-এ খতরনাক ভিলেনরূপে দেখা যাবে এ অভিনেতাকে। তার অভিনীত চরিত্রটি লংকাপতি রাবণ দ্বারা অনুপ্রাণিত। অর্জুন এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসার জন্য ৬ কোটি দাবি করেছিলেন।
এ ছাড়া অভিনেতা টাইগার শ্রফ আছেন ‘সিংহাম এগেইন’ ছবিতে। টাইগার শ্রফকে ‘এসিপি সত্য’রূপে দেখা যাবে। তিনি তার চরিত্রের জন্য ৩ কোটি নিয়েছেন।
আরও আছেনজ্যাকি শ্রফ। টাইগার শ্রফের বাবা তথা বলিউডের শক্তিমান অভিনেতা জ্যাকি শ্রফ। ‘সিংহাম এগেইন’-এ ক্যামিও হিসেবে আসতে চলেছেন তিনি। এই সিকুয়েল ছবিতে তার অভিনীত চরিত্রের নাম ‘ওমর হাফিজ’। জ্যাকির পারিশ্রমিকের অঙ্ক ২ কোটি রুপি।