গোয়ালন্দে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালি বটতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে কয়েকজন পথচারী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাটাখালির বটতলার কাছে রাস্তার ধারে গলাকাটা অবস্থায় ওই যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখেন। সেটির পরিচয় শনাক্ত করতে না পেরে তারা গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফরিদপুর থেকে পিবিআই এর টিম এসে কাজ করছে।