হত্যার হুমকি-মারধরের অভিযোগে রাজশাহীর এমপি আয়েনের বিরুদ্ধে মামলা

হত্যার হুমকি-মারধরের অভিযোগে রাজশাহীর এমপি আয়েনের বিরুদ্ধে মামলা
সংসদ সদস্য আয়েন উদ্দিন: ছবি সংগৃহীত

প্রথম নিউজ, রাজশাহী: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে হত্যার হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কাশিয়াডাঙ্গা এলাকার আলী হায়দার এ মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আদালতের ম্যাজিস্ট্রেট লিটন আহমেদ মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। ২৬ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।'

এ মামলায় অন্য আসামিরা হলেন, এমপির সহযোগী দেলোয়ার হোসেন, বুলবুল, মাহবুব, শফিকুল, টুটুল, রাজু ও সাইফুল। মামলায় বলা হয়েছে, গত ৬ অক্টোবর রাতে জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের সমর্থকেরা ধুরইল ইউপি কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন টানাতে যান। এ সময় তাঁদের বাধা দেওয়া হয়। পরে সংসদ সদস্য আয়েন উদ্দিনের নির্দেশে তার লোকজন আখতারুজ্জামানের সমর্থকদের মারধর করেন।এ ছাড়া দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সময় আয়েন উদ্দিন প্রার্থীর লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। জানতে চাইলে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, 'আমি এ মামলার ব্যাপারে কিছু শোনেননি। কিছু জানিও না।'

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom