প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এখনও এই দেশে একটি গোষ্ঠী রয়েছে, নিষিদ্ধ সংগঠন রয়েছে, গুপ্ত সংগঠন রয়েছে— যারা সাম্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা অব্যাহত রেখেছে। বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ভিসি চত্বরে উপাচার্যের বাসভবনের সামনে একথা বলেন তিনি।
তিনি বলেন, সাম্য হত্যায় একাত্তরের পরাজিত শক্তিরা যেভাবে সোশাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে তা আমাদেরকে আবারও একাত্তরে তাদের যে ভূমিকা ছিল তা মনে করিয়ে দেয়। তাদের কার্যকলাপ আমাদের স্মরণ করিয়ে দেয় তারা কতটা নির্লজ্জ, হিংস্র ও নৃশংস হতে পারে।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদল তার ভাইকে হারিয়েছে, হারিয়ে তাদের বিভিন্ন দাবি থাকতেই পারে— সেই দাবি বিবেচনা করবে সাধারণ শিক্ষার্থীরা-বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তারা সাম্য হত্যার পরেও বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে রাকিব বলেন, যদি আগামীতে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতাকর্মী আক্রান্ত হয় এবং ইন্টেরিম সরকার যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে ছাত্রদল সরাসরি এই সরকারের পতনের দাবিতে রাজপথে নামবে।
এর আগে মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি জানান।