চিকিৎসার জন্য বিদেশ যেতে বিএনপি নেতা আলালকে বাধা
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তিনি তার সহধর্মিণী সহ আরো একজন সহকারীকে নিয়ে ভারত যেতে আজ সকালে বিমানবন্দর যান। প্রয়োজনীয় সকল কাগজ এমনকি উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল ৯টা থেকে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।
তার সঙ্গে থাকা জায়েদ জানান, আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনীতে টিউমার ধরা পড়েছে। এখন চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসায় ভারত যাওয়ার পথে দুই ঘন্টা ধরে ইমিগ্রেশনে আটকে রাখা হয়েছে। উপরের নির্দেশ রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: