বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো মাহফুজা কিরণকে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো মাহফুজা কিরণকে

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফিফার কংগ্রেসে যোগ দিতে প্যারাগুয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের। তবে শেষ পর্যন্ত যাওয়া হলো না তার।  মঙ্গলবার (১৩ মে) বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাকে। 

আগামীকাল ৭৫তম কংগ্রেস প্যারাগুয়েতে অনুষ্ঠিত হওয়ার কথা প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন ফিফার সদস্যপদ লাভের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঙ্গী হওয়ার কথা ছিল মাহফুজা আক্তারের। বাফুফের সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৪টায় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তিনজনের। বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক ফ্লাইট ধরলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে মাহফুজাকে। 
জানা গেছে, দুর্নীতির অভিযোগে মাহফুজা আক্তারকে বিদেশযাত্রা থেকে আটকানো হয়েছে। ফিফা কাউন্সিলের সাবেক সদস্য মাহফুজা বর্তমানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য। মাহফজাকে বিমানবন্দর থেকে ফের পাঠানো হলেও বাফুফে থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।